ডেস্ক : অভিনব এক প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ব্রিটিশ পুলিশ। প্রতিবেশী এক বৃদ্ধর কাছ থেকে কৌশলে ৪০ হাজার ইউরো হাতিয়ে নিয়েছিল ৪৭ বছরের অ্যালান নাইট। এ ঘটনা জানাজানি হওয়ার পর আদালতে হাজিরা দেয়া এবং বিচারিক ঝামেলা এড়াতে তিনি বেছে নিয়েছিলেন ধূর্ত এবং অভিনব এক পদ্ধতি। স্ত্রীর সহায়তায় আদালতের কাছে প্রমাণ করেছিলেন তিনি গুরুতর অসুস্থ এবং কোমায় চলে গেছেন। সুতরাং তার পক্ষে বিচার কাজে অংশ নেয়া সম্ভব নয়। একদিন দু দিন নয়, দীর্ঘ দুবছর ধরে তিনি এভাবেই পুলিশকে ফাঁকি দিয়ে আসছিলেন।
কিন্তু সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েই তার সব গোমর ফাঁস হয়ে যায়। ইংল্যান্ডের কয়েকটি সুপারমার্কেটের আশপাশে পায়চারি করার দৃশ্য ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়। এরপর সুপারমার্কেট কার্ড ব্যবহারের সূত্র ধরে পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেল । সোয়ানসি ক্রাউন আদালতে অ্যালান নাইটকে জালিয়াতি, প্রতারণা ও চুরি সংক্রান্ত ১৯টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী ৭ই নভেম্বর তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে আদালত।
অ্যালান যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের সেয়ানসি এলাকার বাসিন্দা। প্রতিবেশী প্রবীণ এক অ্যালঝেইমার্স রোগীকে দেখভালের কথা বলে তার কাছ থেকে কাছ থেকে ৪০ হাজার ইউরো হাতিয়ে নেন অ্যালান। এ অর্থ দিয়ে নানা মৌজ মাস্তি করেন তিনি। এছাড়া একটি ক্যারাভান গাড়িও খরিদ করেছিলেন।
এ ব্যাপারে পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু হলে, অ্যালান নিজেকে পক্ষাঘাতগ্রস্ত দাবি করেন। তিনি আরো দাবি করেন, কখনও কখনও তিনি এতোটাই অসুস্থ হয়ে পড়েন যে কোমায় চলে যান। আদালতের ঝামেলা এড়াতে কয়েকবার তিনি সত্যি সত্যিই হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। এ সম্পর্কে পুলিশ কর্মকর্তা হ্যারি পল বলেন,‘তিনি দেখাশোনার কথা বলে নি:সঙ্গ রিচার্ডের সমস্ত অর্থ হাতিয়ে নিয়েছিলেন। দু:খজনকভাবে তিনি দু বছর ধরে আদালত এবং পুলিশকে ফাঁকি দিয়ে আসছেন।’
সম্প্রতি সুপারমার্কেট কার্ড ব্যবহার করে ফেঁসে যান অ্যালান। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় টেসকো এলাকার দোকানগুলোতে তার কেনাকাটা করার দৃশ্য ফিতাবন্দি হতে থাকে। আরও নিশ্চিত হওয়ার জন্য পুলিশ বিশেষ ক্যামেরা স্থাপন করে এবং সেই ক্যামেরার ফুটেজে অ্যালানকে হাঁটতে ও গাড়ি চালাতে দেখা যায়। এরপরই অ্যালানের ‘কোমা’ নাটকের পরিসমাপ্তি ঘটে।
শেষ পর্যন্ত আদালতে হাজির হতে যাচ্ছেন ধূর্ত অ্যালান। আগামী মাসেই তার বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাচ্ছেন আদালত। তবে ওইদিন তিনি হুইলচেয়ারে করে আদালতে যাবেন কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি।