ডেস্ক : টাকার ব্যাগ হারিয়ে গেলে টাকার মালিক কষ্ট পান। সেটি কুড়িয়ে পেলে খুশির অন্ত থাকে না। কিন্তু অস্ট্রেলিয়ার সিডনিতে এক লোক তার হারানো টাকার ব্যাগটি হাতের নাগালে পেয়েও খারাপ ভাগ্যের কারণে সেটি খুঁইয়েছেন। মনে হতে পারে, নিজের ব্যাগ খুঁজে পেয়ে সেটি নিয়ে যাবেন, এখানে ভাগ্যের প্রশ্ন আসছে কেন।
আসল ঘটনা হলো, রিবোর্ট নামের ওই লোকটি তার টাকা ভর্তি ব্যাগ হারানোর পর সেটি হন্যে হয়ে খুঁজছিলেন। এক পর্যায়ে তিনি দেখেন ব্যাগটি আরেকজনের হাতে। রিবোর্ট ব্যাগটি দাবি করলে সেই লোকটিও বলতে থাকেন, ব্যাগটির মালিক তিনি। সেখানে লোকজন জড়ো হলে দু’জনই দাবি করতে থাকেন ব্যাগটি তার। উপস্থিত লোকজন তখন রায় দিলেন, কয়েন দিয়ে টস করা হবে। টসে যিনি জিতবেন, বুঝতে হবে টাকার ব্যাগ তার। টস করা হলো। টসে জিতে ব্যাগটি নিয়ে চলে গেলেন ভুয়া মালিক। আসল মালিকের মাথায় হাত। -এবিসি নিউজ