শ্রীপুর উপজেলার বাউনী গ্রামে আঃ ছালাম নামে এক পোল্ট্রি ফার্মের মালিক জিয়াই তারের বিদুৎ পৃষ্টে মৃত্যু বরন করেন, ঘটনা বিবরণীতে যানাযায় উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামে পোল্ট্রি ফার্মের চতুর পার্শ্বে জি.আই তার দিয়ে বেড়া দেয়। ব্রয়লার মুরগী রক্ষা করার জন্য শিয়াল মারার ফাঁদের জি.আই তার জড়িয়ে পোল্ট্রির মালিক আব্দুল ছালাম (৫০) বিদ্যুত পৃষ্ট হয়ে মারা যান। জানা গেছে, মধ্যরাত থেকে বৃষ্টি পড়তে শুরু করলে পোল্ট্রির মালিক বিদ্যুতের লাইন না খুলেই পোল্ট্রির পলিথিনের পর্দা নামাতে গেলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিনি মারা যান। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্তছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে। থানার এস আই নাজমুল জানান, নিহতের স্ত্রী ও মেয়ের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে শ্রীপুর থানায় অপমৃতু মামলা হয়েছেন।।।।