নাটোরের দুটি চিনিকল নর্থ বেঙ্গল সুগার মিল ও নাটোর চিনিকলে ২০১৪-১৫ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এই দুই চিনিকলে আখ মাড়াই শুরু হয়।
এবার মিল দু’টিতে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১ হাজার চারশ মেট্রিক টন।
নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক ( এমডি) প্রকৌশলী মাহাবুবুর রহমান জানান, চলতি আখ মাড়াই মৌসুমে দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৯ হাজার চারশ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক ( এমডি) আরশাদ হোসেন জানান, চলতি মৌসুমে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার মেট্রিক টন।
এদিকে, এই দুই চিনিকলে এখনো ১৫৪ কোটি টাকার চিনি অবিক্রিত রয়েছে বলে সূত্র জানিয়েছে।
নাটোর সুগার মিলে উৎপাদিত ১২ হাজার ২৬ মেট্রিক টন চিনির মধ্যে নয় হাজার ৮৬ মেট্রিক টন মজুদ রয়েছে নিজস্ব গুদামে। অবশিষ্ট তিন হাজার মেট্রিক টন রয়েছে পাবনা সুগার মিলের গুদামে।
এছাড়া নর্থ বেঙ্গল সুগার মিলের গুদামে রয়েছে ২৬ হাজার দুইশ মেট্রিক টন অবিক্রিত চিনি। গত তিন বছর থেকে এই চিনি বিক্রি হচ্ছে না বলে সূত্র জানায়।