চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ‘পিটিয়ে হত্যা’

জাতীয়

d788e706f981a784c95db8b21ccc94fb-59d7414e6fd89

 

 

 

 

চট্টগ্রামে ছাত্রলীগের এক নেতাকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সদরঘাট থানার নালাপাড়া এলাকা থেকে সুদীপ্ত বিশ্বাস (৩০) নামের ওই ছাত্রলীগ নেতার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

4e379f8df6bbe04b6e9a6fe905db5d02-59d7414ea026f

 

 

 

 

 

চট্টগ্রামে ছাত্রলীগের এক নেতাকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সদরঘাট থানার নালাপাড়া এলাকা থেকে সুদীপ্ত বিশ্বাস (৩০) নামের ওই ছাত্রলীগ নেতার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

d1198aff36e07687b24891ad6efec638-59d7414ead137

 

 

 

 

 

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার বলেন, আজ সকালে কে বা কারা সুদীপ্তকে তাঁর বাসা থেকে ডেকে নেয়। পরে নালাপাড়া এলাকা তাঁর নিথর দেহ পাওয়া যায়। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।

কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *