“সোনা পাখির অস্তিত্ব”
–খায়রুননেসা রিমি
আকাশে মেঘের আনাগোনা,
হয়তো ঝড় উঠবে।
আচানক একগুলি এসে বিধঁলো
সোনা পাখির বুকে।
পরম নিশ্চয়তায় যে আকাশে উড়তো অবিরত,
সে আকাশই অবজ্ঞাভরে ছুঁড়ে মারলো।
কষ্টদহনে সোনাপাখি ডানা
ঝাপটায় নীড়হারা চাতকের মতো।
অতঃপর আজন্মের মতো সাধ মিটলো আকাশে ওড়ার।
এখন সে কুয়োর ব্যঙ।
চারপাশে তুলে দিলো ঘৃণার দেয়াল।
সে এখন আকাশাতংকে ভোগে
জলাতংক রোগীর মতো,
কেবলই ভয় হয় এই বুঝি পুরো আকাশ ভেঙ্গে পড়বে,
মুহূর্তই গুড়িয়ে দিবে তার অস্তিত্ব।
আকাশহীন অন্ধকূপে নেই মিথ্যা আলোর ঝলমলানি।
নেই যখন তখন আকাশ ত্যাগের হুমকি।
আকাশহীন অন্ধকূপেই আজ প্রশান্তি মেলে।
৫-১০-১৭,সকাল-৬ টা ৪০ মিনিট।