বাল্যবিবাহ
—-মোঃ জানে আলম
কিশোরী হয়েছে মা,
কিশোর হলো বাবা
সমাজের কেন এত অবক্ষয়
জবাব দিবে কে বা?
দিনে দিনে যাচ্ছে বেড়ে
বাল্য বিবাহের হার,
বিয়ে দিতে পারলেই যেন
বাবা-মা পাই নিস্তার।
তাই মাতৃমৃত্যু দিনে দিনে
যাচ্ছে কেবল বেড়ে,
কত মায়ের প্রাণ যাচ্ছে
অকালে ঝড়ে।
মা-বাবা হারালো আদরের মেয়ে
ভাই হারালো আদরের বোন,
আজকে যেন নিষ্টুর সমাজ নিজ হাতে,
মানুষ করছে খুন।
তাং ৩রা অক্টোবর ২০১৭ইং
বড়িকান্দি