ভাঙা ঘরে , ———-কোহিনূর আক্তার,

Slider সাহিত্য ও সাংস্কৃতি

 

22236183_1970052379920720_1802303145_n

 

 

 

 

 

 

ভাঙা ঘরে ,
———-কোহিনূর আক্তার,

আমার ভাঙা ঘরে যেনো এক ফোঁটা
প্রদীপের আলো জ্বলছিল ।
সেদিন আঁধার গুলো মরেছিল ,
আমি আঁধার বড্ড বেশী ভালোবাসি
আঁধার কে বলেছিলাম যাস না তোরা দুরে
আসতে হবে আবার তোদের ফিরে ।

আঁধার বলে দিয়েছিল ,
আসবো না তোমার ভাঙা ঘরে ,
সুখ যে বারে বার উঁকি মারে ।
আর স্বপ্ন সেও এসে রঙিন আঁখিতে বসে ।
আমি হেসে বলেছিলাম ধুর বোকা
আমার রাজ্যে আলো ও সুখ আসবে না কোন কালে
আমার সাথে থাকতে হবে তোমায় বহুকাল, বহু কষ্টে
নালে ।

২/১০/ ১৭
ভোর ৫:৩৩মি
☪☪☪☪☪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *