কুটনৈতিক রিপোর্টার : মিয়ানমারে বর্বর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার ও বাংলাদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে।
আজ মিয়ানমারের মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের এতথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া সংক্রান্ত চুক্তি প্রস্তাব করার পর তারা ফিরিয়ে নেয়ার বিষয়ে অঙ্গিকার করেছেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খুব শিগগিরই তাদের ফিরিয়ে নিবে তারা। এই প্রক্রিয়ায় জাতিসংঘকে ইনভল্ব করার কোন সুযোগ নেই। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া থেকে শুরু করে সে দেশে যাওয়া পর্যন্ত সবকিছু করবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। তবে মিয়ানমার পূর্বের ন্যায় এই চুক্তি থেকে সরে আসবে কিনা সে বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী।