সমলাল
————————–কোহিনূর আক্তার,
আজ আমার বুকের অষ্ট দুরে কাঁদছে
এই মনটা ।
তোমার কাছে যাবো বলে কতো
কষ্টের আয়োজন ছিল আমার ।
সম, তুমি ছাড়া কেউ আমার নেই রে
তোমার কাছে আজ আমার খুব কাঁদতে ইচ্ছে করছে ।
তোমার কাছে কোনদিন আমি কাঁদতে পারিনি বলে
বোঝনি তুমি ছাড়া আমি কোতটা একা নিঃস্ব ।
আমার একটু জ্বর হলে তুমি পাগল হয়ে যেতে
সারারাত জেগে বসে থাকতে ।
একটু চোখে পানি দেখলে তুমি বুকে জড়িয়ে ধরে বলতে
আমি যেনো আর না কাঁদি,
আমার চোখের পানি তোমার সহ্য হয় না ।
আমি ছিলাম তোমার জীবনের হিসেব ,
ঐ যে সেদিন জ্যোস্নারাতে পথ চলতে ঝিঁ ঝিঁ পোকার
ডাকে আচমকা ভয় পেয়ে তোমার বুকে লুকিয়েছিলাম
তুমি আমার জড়িয়ে বলেছিলে এই তো আমি আছি ।
সব সময় মনে রেখো তোমার সম, তোমার সাথে আছে
চিরকাল ।
সমলাল , আজ আমি খুব একা ,
তোমার মতো করে কেউ ভালোবাসে না ।
কেউ বলে না আমি আছি তো তোমার সাথে,
একা একা আর চলতে পারছি না ।
পথ চলতে আর ভয় পাইনা, তবে তোমাকে খুব খুব
অনূভব করি আমারি কাছে ।
এই বুঝি আছো আমার পাশে ।
সমলাল, তোমার স্মৃতি গুলো স্বার্থপরের মতো
আমাকে কষ্ট দেয় । এ যে আর বইতে পারছিনা ।
সম, আমার সম তুমি, কেনো হারিয়ে গেলে বলোতো
আজও খুঁজি আমি তোমাকে ,
বড্ড দরকার তোমাকে, তোমাকে ছাড়া শুভদিন গুলো
ফিরছে না যে আমার ।
আর কি কোনদিন আসবে না ফিরে আমার জীবনে সখা ?
আমি ভালোবাসার থলে নিয়ে তোমাকে খুঁজি জনম জনম ধরে ,,,,,,,,,,।
৩০/৯/১৭
☪☪☪☪☪