জি বাংলার সিরিয়ালে বাংলাদেশি জিঙ্গেলের সুর নকল!

Slider বিনোদন ও মিডিয়া

26ef149c81f46eb665b24618ff99a573-59cf714114b6f

 

 

 

কয়েক দিন ধরে কলকাতার জি বাংলায় একটি নতুন সিরিয়ালের ট্রেলার প্রচারিত হচ্ছে। ‘জয়ী’ নামের সেই সিরিয়ালের ট্রেলারে যে গান ব্যবহার করা হয়েছে, তা শুনে বাংলাদেশের অনেক দর্শক অবাক হয়েছেন। কিছুক্ষণ শোনার পর যে-কেউ বুঝতে পেরেছেন, গানটির সুর বাংলাদেশের দারুণ জনপ্রিয় একটি বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল থেকে নেওয়া হয়েছে। আজ শনিবার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সুর নেওয়ার ব্যাপারে কারও কাছ থেকেই কোনো অনুমতি নেয়নি এবং আলোচনা করেনি ‘জয়ী’ সিরিয়াল কিংবা জি বাংলা কর্তৃপক্ষ।

গ্রামীণফোনের জন্য ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ শিরোনামের জিঙ্গেলটি তৈরি করেন হাবিব ওয়াহিদ। আজ দুপুরে তিনি বলেন, তাঁর তৈরি জিঙ্গেলের সুর নকল করার বিষয়টি কিছুদিন আগেই জানতে পেরেছেন। তিনি নিজেও ওই সিরিয়ালের ট্রেলার দেখেছেন। কিন্তু এ ক্ষেত্রে তিনি নিজে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন না। কারণ, যে প্রতিষ্ঠানের জন্য তিনি জিঙ্গেলটি তৈরি করেছিলেন, নিয়ম অনুযায়ী জিঙ্গেলের স্বত্ব এখন তাদের। এখন কলকাতার জি বাংলা আর সেই সিরিয়ালের কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে হলে ওই প্রতিষ্ঠানকেই নিতে হবে।

‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ জিঙ্গেলে একই প্রতিষ্ঠানের দুটি বিজ্ঞাপন চিত্র নির্মিত হয়েছে। হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে প্রথম জিঙ্গেলে কণ্ঠ দেন মিলন মাহমুদ। দ্বিতীয়টি গেয়েছেন মিথুন চাক্রা। এ প্রসঙ্গে মিলন মাহমুদ বলেন, ‘এত দিন সবাই জেনে এসেছেন এপার বাংলার লোকেরাই কেবল ওপার বাংলাকে নকল করে। কিন্তু এখন তো ওপার বাংলাতেই আমাদের গান নকল হচ্ছে। তার মানে আমরা তাদের থেকে ভালো কাজ করছি। কিন্তু আইনের দিক বিবেচনায় যদি বলি, তাহলে এটি অবশ্যই অন্যায়। এভাবে কেউ অন্য কারও সৃষ্টি অনুমতি ছাড়া ব্যবহার করতে পারে না।’

হাবিব জানান, এই সিরিয়ালে যে সুরটি নকল করা হয়েছে, তাতে কণ্ঠ দিয়েছেন মিথুন চাক্রা।

মিথুন চাক্রা এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে আজ সকালে তিনি বলেন, ‘জিঙ্গেলটি আমার গাওয়া। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল তালাত কামাল বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। লিগ্যাল বিভাগের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

জি বাংলায় আগামী ৯ অক্টোবর শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘জয়ী’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *