জাজিরা : পদ্মা সেতুর খুটির উপর প্রথম স্প্যান বসানো হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে সেতুর জাজিরা প্রান্তে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও সেতু বিভাগ ও প্রকল্প সংশ্লিষ্ট সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের উপস্থিতিতে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানো হয়। এর মাধ্যমে পদ্মা সেতু এখন দৃশ্যমান হয়েছে।
সেতু বিভাগ জানায়, ১৫০ মিটার দৈর্ঘ্যরে ও ৩ হাজার ২০০ টন ওজনের স্প্যানটি ৪ হাজার টন ক্ষমতার একটি ক্রেনে তোলা হয় গত রোববার। এরপর মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনটি চালিয়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে সময় লাগে দুই দিন। পরে গতকাল সন্ধ্যায় এটি ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির কাছে নিয়ে ক্রেনের মাধ্যমে ঝুলিয়ে রাখা হয়। আজ সকালে বাকি আনুষঙ্গিক কাজ সেরে ক্রেন আর প্রযুক্তির সাহায্যে স্প্যানটি বসানো হয়।