শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আ.স.ম হান্নান শাহ্ প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শ্রীপুর রেলগেইট সংলগ্ন মাঠে উপজেলা ওলামাদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা ওলামা দলের সভাপতি মোকলেস উদ্দিন কফিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ক্বারী নজরুল ইসলাম মৃধা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু সুলাতনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, গাজীপুর জেলা ওলামা দলের সভাপতি ক্বারী সিরাজুল ইসলাম, কাপাসিয়া ওলামাদলের সভাপতি মো: সিদ্দিক হোসেন। উপস্থিত ছিলেন, তেলিহাটি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, উপজেলা যুবদলের সভাপতি সাফায়েত হোসেন আকন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম খোকন, যুবদল নেতা বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক শ্রী দুলাল চৌহান, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্ল্যা, হাজী আফতাব মন্ডল, আকতারুজ্জামান শামীম, আবুল কালাম আজাদ, শ্রমিক দল নেতা আলম হোসেন ভুঁইয়া, আনোয়ার হোসেন, মিজান মন্ডল, ফেরদৌস আহমেদ বাবুল, মনছুর আহমেদ, তোফাজ্জল হোসেন সরকার, এরশাদ সরকার, রাজীবুল আলম বেপারী, রাজীব মন্ডল, রাসেল সরকার, শামীম সরকার প্রমুখ।
অপরদিকে, বাদ জুমা ভাংনাহাটি কামিল মাদ্রাসার মসজিদে মোমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে বিএনপি নেতা হান্নান শাহ্’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আলহাজ্ব এসএম রুহুল আমিন সাহেব দোয়া ও মিলাদ পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।