শ্রীলঙ্কায় রোহিঙ্গা মুসলিমদের উপর বৌদ্ধ ভিক্ষুদের হামলা

Slider সারাবিশ্ব
শ্রীলঙ্কায় রোহিঙ্গা মুসলিমদের উপর বৌদ্ধ ভিক্ষুদের হামলা


শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জাতিসংঘের একটি সেফ হাউসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে।

শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কলম্বোর মাউন্ট লাভিনিয়ার জাতিসংঘ সেফ হাউসে এ ঘটনা ঘটে।

পরে সেফ হাউজ থেকে ৩১ রোহিঙ্গা শরণার্থীকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হন কর্মকর্তারা।পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা জানিয়েছেন, গত এপ্রিলে সাগর পাড়ি দিয়ে শ্রীলংকায় আসে এসব রোহিঙ্গা। পরে তাদেরকে পুলিশের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়।

সিনহালি জাতিকা বালামুলুওয়া নামের একটি চরম জাতীয়তাবাদী গ্রুপ তাদের ফেসবুক পেজে হামলার লাইভ সম্প্রচারে দেখিয়েছে।

হামলার নেতৃত্বদানকারী আকমিমানা দায়ারাত্নে নামে এক বৌদ্ধ ভিক্ষু এসময় বলেন, এই রোহিঙ্গারা সন্ত্রাসী। তারা মিয়ানমারে আমাদের বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছে। ’

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা হামলাকারীদের সরিয়ে দিয়েছি এবং রোহিঙ্গাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ’

অন্যদিকে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ পরে রোহিঙ্গাদের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।

এদিকে এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তারা রোহিঙ্গাদের এমন হামলা থেকে রক্ষার জন্য দেশটিকে অনুরোধ করেছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৫ লাখ রোহিঙ্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *