মিয়ানমারে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। দেশটিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে প্রায় ৪শ লোক।
বুধবার গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবরে বলা হয়েছে, দেশটিতে ২১ জুলাই থেকে এই রোগের প্রাদুর্ভাব ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।দেশটির স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়, মূলত ইয়াঙ্গুন, আয়ারওর্য়াদি ও বাগো এলাকায় বেশি লোক মারা গেছে। অসুস্থ অনেকের অবস্থার উন্নতি হওয়ায় তাদের স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেয়া হয়েছে।