অন্য তামিমকে দেখবে দক্ষিণ আফ্রিকা?

Slider গ্রাম বাংলা

 

সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে গর্বের ল্যান্ডমার্ক স্পর্শ করেন তামিম ইকবাল। ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলেন ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিন ফরমেটের ক্রিকেটে বাংলাদেশের ব্যাট হাতে সর্বাধিক রানের রেকর্ড বাঁ-হাতি এ ড্যাশিং ওপেনারের। টেস্টে ভিনদেশের মাটিতেও উজ্জ্বল পরিসংখ্যান তার। বরং ভিনদেশের মাটিতে তার রানের গড় শ্রেয়তর। ৫১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তামিম ইকবালের রানের গড় ৩৯.৬৫। ভিনদেশের মাটিতে ১৯ টেস্টে তার গড়টা ৩৯.৭২। আর নিজ ঘরে ৩২ টেস্টে ৩৯.৬১। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের মতো শীর্ষ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে তামিম ইকবালের রানের গড় ৪০ ছাড়িয়ে। কিন্তু ভিন্ন চেহারা প্রোটিয়াদের বেলায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ টেস্টে তামিম ইকবালের রানের গড় ১৬.৬০। যদিও  ক্যারিয়ারে ৬ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে তামিমের গড় ৬১.৩৩। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে সাকুল্যে দুটি টেস্ট খেলেছেন তামিম ইকবাল। এর চার ইনিংসে তামিমের রানের গড় ১৯.৫০। তবে ওটা ছিল ২০০৮’র সফরে। আর গত কয় বছরে তামিমের খেলায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। দলের প্রয়োজনে ক্রিজে ধীরস্থির থাকতেও দেখা যায় এ মারকুটে ব্যাটসম্যানকে। সর্বশেষ ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে উভয় ইনিংসে ৭০-ঊর্ধ্ব রানের কৃতিত্ব দেখান তামিম ইকবাল। ম্যাচ শেষে ঐতিহাসিক জয় দেখে বাংলাদেশ।
অনুশীলনে ফিরলেন সৌম্যও

আগের দিনে অনুশীলনে যোগ দেন ইনজুরি ফেরত তামিম ইকবাল। গতকাল অনুশীলনে ফেরেন বাংলাদেশের অপর ওপেনার সৌম্য সরকারও। পচেফস্ট্রমে অনুশীলনের প্রথম ব্যাচে ব্যাট হাতে অনুশীলনে নামেন সৌম্য। এর আগে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংকালে কাঁধের ইনুজরি নিয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার। গতকাল নেটে অনুশীলন করলেও ওয়ার্মআপ বা শারীরিক কসরতে অংশ নেননি সৌম্য-তামিম। আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। তার আগে আজ ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে সৌম্যকে। পচেফস্ট্রমের সেনওয়েস ভেন্যুর নেটে গতকাল যথারীতি ঘাম ঝরান বাংলাদেশ দলের পেসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *