রাজধানীর বাংলামোটরে এলাকায় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের এক যাত্রী।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আশপাশে থাকা কিছু লোক বাসটিতে আগুন দেয়।তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত বাসযাত্রী আলী হোসেনকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ফার্মগেটের দিকে যাওয়ার সময় ৮নম্বর একটি বাস বেপরোয়া গতিতে বাংলামোটরে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ওই বাসের চাপায় এক ব্যক্তি নিহত হন। লাশটি উদ্ধার করে ঢামেক মর্গে রাখা হয়েছে।