মেঘনা পারে বাড়ি আমার —-মোঃ জানে আলম

Slider সাহিত্য ও সাংস্কৃতি

22016370_1967740003485291_625840477_n

 

 

 

 

 

 

মেঘনা পারে বাড়ি আমার

—-মোঃ জানে আলম

মেঘনা পারে বাড়ি আমার

মেঘনার কূলেই ঘর, একটু খানি,

ঝড়ো হাওয়ায় ঘর করে নড়ভর।

আপন মনে যাচ্ছে ধেঁয়ে চলছে এঁকে বেঁকে,

এ-কূল উ-কূল ভাঙ্গছে দু’পাড়  তুলে নদীর বুকে।

বসত ভিটা, ফসলের জমি ভাসিয়ে নিচ্ছো তুমি,

খোলা আকাশের নিচে বসত হারিয়ে নিজের জমি।

জেলেরা সব মাছ ধরে কাটিয়ে দেয় বেলা,

কিশোর-কিশোরী খেলা করে ভাসিয়ে কলার ভেলা।

মাঝিরা সবাই সকাল-সন্দ্ব্যা করছে খেঁয়া পারা-পার,

মেঘনার জলে নাইতে এসে কত বঁধূ, হারিয়েছে গলার হার।

বর্ষার মৌসমে ভাঙ্গে বাড়ি পানিতে ডুবে ঘর,

সকল দুঃখ-কষ্টের মাঝে কাটে,

তাদের দ্বি-প্রহর।

তাং ২৬শে সেপ্টেম্বর ২০১৭ইং বড়িকান্দী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *