কক্সবাজারে সাহায্যের জন্য লাইনে দাঁড়িয়েছে রোহিঙ্গা শিশুরা
ছয় হাজার এতিম রোহিঙ্গা শিশুকে স্মাট কার্ড দেবে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে তাদের থাকা খাওয়াসহ সব কিছুর দায়িত্ব নেয়া হবে।
ইতিমধ্যে প্রায় দুই হাজার এতিমের তথ্য সংগ্রহ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আগামী সাত দিনের মধ্যে সবার ডাটা বেইস তৈরি সম্পন্ন হবে। এরপর প্রতিটি রোহিঙ্গা এতিম শিশুর জন্য স্মার্ট কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে। শূন্য থেকে ১৮ বছর বয়সী সকল এতিম শিশু-কিশোরের আলাদা করে থাকা-খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা নেয়া হবে। সে জন্য উখিয়া ও টেকনাফে ২০০ একর করে মোট ৪০০ একর জমি জেলা প্রশাসন দেবে।