ঢাকা: জার্মান নির্বাচনে শেষ হাসি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের। তিনিই বাজিমাত করে চতুর্থ দফায় নির্বাচিত হয়েছেন। আর এর সঙ্গে টানা ১২ বছর পরেও তিনিই থাকছেন জার্মান চ্যান্সেলর।
বুথফেরত জরিপ তাই বলছে। বিবিসি বলছে, রোববারের নির্বাচনে মারকেলের রক্ষণশঃীল সিডিইউ/সিএসইউ জোট মোট ভোটের শতকরা ৩২.৫ ভাগ ভোট পেয়েছে। আর এর মধ্য দিয়ে তার দলই পার্লামেন্ট বুন্দেসটাগে থেকে যাচ্ছে জার্মানির সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে। তার জোটের শরিক দল সোশাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি পেয়েছে মোট ভোটের শতকরা ২০ ভাগ ভোট। ওদিকে ইসলাম বিরোধী ও উগ্র ডানপন্থি জাতীয়তাবাদী দল এএফডি পেয়েছেন শতকরা ১৩.৫ ভাগ ভোট। এর মধ্য দিয়ে তারা জার্মানিতে তৃতীয় বড় দল হিসেবে আবির্ভূত হলো।