গোল চক্র,
———-কোহিনূর আক্তার,
এ বুঝি নিয়তির গোল চক্র ,
যেখানে নিয়তির ম্যাপটা জল জল করে জ্বলছে ,
কখন যে ম্যাপের উঁচু নিচু রেখায় কিঞ্চিত হুচটে আহত
হয়ে সমতলে হবে বসবাস ।
এই নিয়তি নিয়তি করে ভুলে রাজ্য শাসক,
একাধারে ঔপন্যাসিক অমর বটে সমস্ত অভিযোগ
এঁকে দিলে নিয়তিকে ।
আরোগ্য পতন মহা আয়োজনে ঘটেছে ,
পকেটে রঙিন টাকা , অন্তরে পিপাসার ত্রিশূল ,
ব্যেশার দেহ ছাড়া নিশি পার হতে চায়নি ।
সাদা লাল পানি ব্যেশার নিত্যের ঝঙ্কার ,
দিশেহারা বেসামাল মনে ।
ভুলে গেছো ধ্যাত্রীর মলিন ঠোঁটে একফোট হাসি ।
শত জনমের সাধক তবুও নিজেরে চিনলেনা,
কোন সাধকের তরে ঘটাবে নিজের পরাজয় ।
নিয়তিতে ছূড়ে দিলে তোমার সব দায় ,
নিয়তিকে সইতে বলো কলঙ্কের কালিমালিপ্তের জয় ?
এই বুঝি ভাগ্য নিয়তির গোল চক্র ?
২৪/৯/১৭
☪☪☪☪☪