লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন সাদিক খান। এবার তাকে লেবার দলের নেতা হিসেবে দেখতে চান বৃটিশ ভোটাররা। বর্তমানে লেবার দলের নেতা প্রাজ্ঞ রাজনীতিক জেরেমি করবিন। কিন্তু এক জনমত জরিপে দেখা গেছে, ভোটাররা চাইছেন করবিনের উচিত পদ থেকে সরে যাওয়া। তার পরিবর্তে নেতা বানানো উচিত সাদিক খানকে। হাফিংটন পোস্ট ইউকে’র সহায়তায় বিএমজি এ জরিপ পরিচালনা করেছে। এতে বরা হয়েছে, শতকরা ৫৭ ভাগ মানুষ মনে করেন জেরেমি করবিনের সঙ্গে তুলনা চলে না কারো। তবে পরবর্তীতে লেবার দলের নেতা হিসেবে লন্ডনের মেয়র সাদিক খানই হবেন সেরা প্রার্থী। ১৫০০ ভোটারের ওপর ওই জরিপ চালানো হ৮য়। এর মধ্যে শতকরা ১২ ভাগ এমনটাই মত দিয়েছেন। দ্বিতীয় সেরা প্রার্থী হিসেবে তারা মত দিয়েছেন ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যামের প্রতি। তবে শতকরা ৩ ভাগ ভোটার মনে করেন লেবার দলের পরবর্তী নেতা হওয়া উচিত একজন নারী। ওদিকে ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনেলের প্রতি সমর্থন রয়েছে শতকরা ৩ ভাগ ভোটারের। একই অবস্থা ছায়া ব্রেক্সিট মন্ত্রী কেইর স্টারমার, ছায়া স্বরাষ্ট্র মন্ত্রী ডায়ানে অ্যাবোট। ছায়া পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্ণবারিকে সমর্থন করেছেন শতকরা মাত্র ২ ভাগ ভোটার। এখনও পর্যন্ত লেবার দলে কোনো নারী নেতৃত্ব আসেন নি। তবে শতকরা ৭৯ ভাগ ভোটার মনে করছেন লিঙ্গগত বিষয় বাদ দিয়ে অভিজ্ঞতা বড় ফ্যাক্টর হওয়া উচিত। ওদিকে আগামী সাধারণ নির্বাচনের আগে ভোটাররা আরো বিভক্ত হয়ে পড়তে পারেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি ৫ জনে একজন অর্থাৎ শতকরা ২১ ভাগ মনে করেন ২০১৯ সালে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরই যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত। তবে শতকরা ১৫ ভাগ মানুষ অবিলম্বে আরেকটি ভোট চান। অন্যদিকে ২০২২ সালের আগে আরেকটি ভোট চান না শতকরা ৩৩ ভাগ ভোটার। শতকরা ৪৩ ভাগ মত দিয়েছেন, ব্রেক্সিট সম্পন্ন হওয়ার পর অবাধ চলাচল বন্ধ হওয়া উচিত।