প্রয়াত হলেন বাঙালনামার শ্রষ্টা সাহিত্যিক ও ইতিহাসবিদ তপন রায়চৌধুরী। আজ বৃহস্পতিবার (মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুয়ায়ী বুধবার) মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তপনবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভারতীয় ইতিহাস নিয়ে তপন রায়চৌধুরীর চর্চা ছিল প্রশ্নাতীত। ইতিহাসবিদদের তালিকায় সর্বদা প্রথম সারিতে থাকবে তাঁর নাম। তপনাবাবুর চর্চার মূল বিষয় ছিল ভারতের অর্থনৈতিক ইতিহাস, ব্রিটিশ ভারতের ইতিহাস ও বাংলার ইতিহাস।
আধুনিক দক্ষিণ এশিয়ার ইতিহাস বিভাগে ১৯৭২ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। প্রেসিডেন্সি কলেজে উচ্চশিক্ষা শেষ করে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স-এ বেশ কিছুকাল শিক্ষকতা করেছেন। আন্তর্জাতিক মানের ইতিহাসবিদ তপন রায়চৌধুরী একাধিক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। তপনবাবুকে ১৯৯৩ সালে ডক্টর অফ লেটারস সম্মান দেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি।
ডক্টরস অব লেটারস সম্মানে ভূষিত করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ও। গত ২০০৭ সালে তপন রায়চৌধুরীকে পদ্মভূষণ সম্মান প্রদান করে ভারত সরকার। তপন রায়চৌধুরী রচিত বিখ্যাত বইগুলি হল, বাংলানামা, বেঙ্গল আন্ডার আকবর অ্যান্ড জাহাঙ্গীর : অ্যান ইন্ট্রোডাক্টরি স্টাডি ইন সোশ্যাল হিস্ট্রি, দ্য ওয়ার্ল্ড ইন আওয়ার টাইম প্রভৃতি।
আধুনিক দক্ষিণ এশিয়ার ইতিহাস বিভাগে ১৯৭২ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। প্রেসিডেন্সি কলেজে উচ্চশিক্ষা শেষ করে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স-এ বেশ কিছুকাল শিক্ষকতা করেছেন। আন্তর্জাতিক মানের ইতিহাসবিদ তপন রায়চৌধুরী একাধিক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। তপনবাবুকে ১৯৯৩ সালে ডক্টর অফ লেটারস সম্মান দেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি।
ডক্টরস অব লেটারস সম্মানে ভূষিত করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ও। গত ২০০৭ সালে তপন রায়চৌধুরীকে পদ্মভূষণ সম্মান প্রদান করে ভারত সরকার। তপন রায়চৌধুরী রচিত বিখ্যাত বইগুলি হল, বাংলানামা, বেঙ্গল আন্ডার আকবর অ্যান্ড জাহাঙ্গীর : অ্যান ইন্ট্রোডাক্টরি স্টাডি ইন সোশ্যাল হিস্ট্রি, দ্য ওয়ার্ল্ড ইন আওয়ার টাইম প্রভৃতি।