লালমনিরহাট প্রতিনিধি;
লালমনিরহাট জেলা পুলিশের ৬ কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষা, আসামী তামিল, মাদক উদ্ধার ও সেবা দানে রংপুর রেঞ্জের ৬টি বিষয়ে সেরা হিসেবে পুরুস্কৃত হয়েছেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রংপুর রেঞ্জের বিভাগীয় মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সেরাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
আগষ্ট মাসের রংপুর রেঞ্জের পুলিশ সদস্যদের কৃতিত্বপুর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ সেরাদের হাতে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। যার মধ্যে ৬টি বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ।
এরা হলেন, শ্রেষ্ঠ সার্কেল লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল ) সুশান্ত সরকার, শ্রেষ্ঠ থানা হিসেবে লালমনিরহাট সদর থানা, শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে লালমনিরহাট ট্রাফিক বিভাগ, শ্রেষ্ঠ উদ্ধারকারী উপ পরিদর্শক (এসআই) সদর থানার শাহানুর ইসলাম, শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শক (এএসআই) লালমনিরহাট সদর থানার খাদেমুল ইসলাম নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ গ্রহন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি অপরাধ ও অভিযান চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম (বার), রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকসহ প্রমুখ।
৬টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন প্রসঙ্গে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, এ অর্জন লালমনিরহাট পুলিশের। এ গৌরব জেলাবাসী। জেলাকে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস মুক্ত করতে জেলাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।