প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ম্যাচের নবম মিনিটেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সৈকত মাহমুদ মুন্না। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জোড়া গোল করা জাফর ইকবাল।
দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। ব্যবধান কমাতে পারেনি মালদ্বীপও। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে ৩ গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৪-৩ গোলে জয় পায় বাংলাদেশ। অন্যদিকে মালদ্বীপ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানের কাছে হারে ১-০ গোলে।
পাঁচ দলের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটিই হবে চ্যাম্পিয়ন।