বড় ঝামেলায় পড়েছেন নাসের আল খেলাইফি। দুই তারকার দ্বন্দ্বে দ্বিধান্বিত প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) প্রেসিডেন্ট। নেইমার ও এডিনসন কাভানির মধ্যকার দ্বন্দ্ব নিয়ে ফুটবল বিশ্ব এখন তোলপাড়। পেনাল্টি শট কে নেবেন- তা নিয়ে তাদের মধ্যকার দ্বন্দ্ব মাঠের বাইরে গড়িয়েছে। সেটা এখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। বিষয়টি নিয়ে নেইমার নাকি নাসের আল খেলাইফির বাড়িতে পর্যন্ত গেছেন। সেখানে গিয়ে তিনি কাভানিকে বিক্রি করে দেয়ার অনুরোধ জানিয়েছেন। নেইমারের অপশন ‘হয় আমি নয় কাভানি’। এমন খবর দিয়েছে বৃটিশ মিডিয়া ‘ডেইলি মেইল’। এছাড়া ফ্রান্সের বেশ কয়েকটি পত্রিকাও এমন খবর দিয়েছে। নেইমারের এমন অনুরোধের পর বড় ঝামেলার মধ্যে খেলাইফি। পিএসজির জন্য দুই খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি দলটির পরীক্ষিত খেলোয়াড়। বেশ কয়েক মৌসুম তিনি ক্লাবটিতে খেলছেন। চলতি মৌসুমেও ফর্মের তুঙ্গে তিনি। অন্যদিকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে এবার নেইমারকে দলে ভিড়িয়েছে তারা। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে নিয়ে এখন চ্যাম্পিয়ন্স লীগের স্বপ্ন দেখছেন ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। কিন্তু মৌসুমের শুরতেই দুই তারকার দ্বন্দ্ব তাকে বিব্রত করছে। বিষয়টি সমাধান করার জন্য তিনি চেষ্টা করছেন। এটা সমাধান করার জন্য দলের কোচ উনাই এমেরি, স্পোর্টিং ডিরেক্টর আন্তেরো হেনরিক ও টিম কো অর্ডিনেটর ম্যাক্সওয়েলের সঙ্গে বৈঠক করবেন। নেইমার ও কাভানির মধ্যকার দ্বন্দ্বটা মারাত্মক আকার ধারন করেছে। ড্রেসিং রুমে তারা একে অন্যের মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছেন। এমন কি সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অন্যকে ‘আনফলো’ করে দিয়েছেন।