সরকারই চালের সংকট সৃষ্টি করেছে : ফখরুল

Slider টপ নিউজ
সরকারই চালের সংকট সৃষ্টি করেছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজে সংকট তৈরি করেছে বলেই চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে পারেনি।

চালের দাম আকাশচুম্বী হয়ে গেছে, সাধারণ মানুষ চাল কিনতে পারছে না। অথচ সরকারের মন্ত্রীরা এখনো জোর গলায় বলছেন চালের কোনো সংকট নেই।বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা প্রথম থেকেই বলেছি রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে, আবার যেন তারা দেশে ফিরে যেতে পারে সেজন্য মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। সরকার প্রথম দিকে রোহিঙ্গাদের প্রবেশ ও আশ্রয়ের জায়গা দেয়নি। সমগ্র বিশ্ব এখন রোহিঙ্গাদের পক্ষে কথা বলছে, মিয়ানমার সরকারকে ধিক্কার দিচ্ছে। তাই সরকার এখন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু এখনও লাখ লাখ রোহিঙ্গা খোলা আকাশের নিচে, বৃষ্টিতে ভিজছে, শত শত শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। সরকার এখন পর্যন্ত রোহিঙ্গাদের আশ্রয়সহ প্রয়োজনীয় সুবিধা দিতে পারে নাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি মুন্সি বুজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, এজিএম শামসুল হক, তাহেরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন, আব্দুল্লাহ বাকী, মনিরুল আলম রাহিমী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, আক্তার হোসেন. কেন্দ্রীয় বিএনপি’র নেতা জসিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *