নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমার সীমান্ত এলাকার সব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওর্য়াক বন্ধ করে দেয়া হয়েছে।
জাতীয় স্বার্থ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি হয়ে দাঁড়ানোর প্রেক্ষিতে মোবাইল সেবাদানকারী টাওয়ার কানেকশন বন্ধ করে দেয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
উখিয়া উপজেলার কুতুপালংস্থ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাংলালিংকের টাওয়ার বন্ধ করার কাজ করার সময় বাংলালিংকের কারিগরি টিমের সদস্য আবু বকর সিদ্দিক স্বপন বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা টেকনাফ থেকে উখিয়া, বান্দরবান পর্যন্ত সীমান্ত এলাকার সব টাওয়ারের সংযোগ বন্ধ করে দিয়েছি।
ওই এলাকার বাসিন্দারা বাংলালিংকের সেবা পাবেন কিভাবে জানতে চাইলে স্বপন বলেন, সীমান্ত এলাকায় নেটওর্য়াক পাওয়া যাবে না। তবে ভেতরের (বাংলাদেশ সীমান্তের) দিকে নেটওর্য়াক চালু থাকবে।
উল্লেখ্য, প্রায় আড়াই লাখ বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম রোহিঙ্গাদের হাতে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।