অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চলতি ওয়ানডে সিরিজ শুধু দুই দলের নয়, দুই অধিনায়কেরও লড়াই। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানের একজন হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, অন্যজন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
তাদের প্রায় তুলনা চলে কে কার থেকে এগিয়ে। টেস্টে স্মিথের সেঞ্চুরি যেখানে ২০টি, সেখানে বিরাট কোহলির ১৭টি। তবে সীমিত ওভারের ক্রিকেট স্মিথকে অনেকটাই পিছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক। স্মিথের ৮ সেঞ্চুরির বিপরীতে কোহলির সেঞ্চুরি ৩০টি।রবিবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষে নিজেদের মধ্যকার এই রেকর্ড নিয়ে প্রশ্ন করতেই স্মিথ পাল্টা প্রশ্ন তুললেন কোহলির ৩০ সেঞ্চুরি নিয়ে! যদিও অজি অধিনায়ক প্রশ্নটা তুলেছেন প্রশংসার সুরে! কোহলি যে একজন অসাধারণ ব্যাটসম্যান সেটা মুখে স্বীকার করে নেন তিনি। তবে এখানে খোঁচা মারতে বাদ রাখেননি। কূটনৈতিক সুরে স্মিথ বলেন, ভারত বেশী বেশী ওয়ানডে খেলে বলেই কোহলি এতো এতো সেঞ্চুরি করার সুযোগটা পেয়েছেন!
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে ছুঁয়েছেন কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর সামনে এখন শুধু ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। টি-টোয়েন্টি ক্রিকেটে স্মিথ কিংবা কোহলি কারও সেঞ্চুরি নেই।