লালমনিরহাট প্রতিনিধি;
লালমনিরহাট জেলার পাটগ্রামে সফিকুল ইসলাম (২৭) নামের সিউরক্যাশের এক এজেন্টকে ৭দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার এই কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অভিযুক্ত সফিকুলকে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলে পাঠানো হয়েছে।
জানা গেছে, স্বচ্ছতা আনয়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা ছাত্র-ছাত্রীদের নিজ মোবাইল এ্যাকাউন্টে দেওয়া হচ্ছে রুপালি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিউরক্যাশের মাধ্যমে। রুপালি ব্যাংক থেকে নির্দিষ্ট সংখ্যক এজেন্ট তাদের মোবাইল ক্যাশের মাধ্যমে সুবিধাভোগী শিক্ষার্থীদের হাতে ক্যাশ করে দিচ্ছেন। এরকম একজন এজেন্ট সফিকুল ইসলাম। তিনি পাটগ্রাম পৌরসভার মধ্য চৌরঙ্গি দিগন্ত টেলিকমে ব্যালান্স ট্রান্সফারসহ বিভিন্নভাবে টাকা লেনদেন করে থাকেন।
সফিকুল ইসলাম শিক্ষার্থীদের পাওনা টাকা থেকে ২০টাকা করে কেটে নিলে জনৈক অবিভাবক পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলে নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সফিকুল ইসলামকে ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুর কুতুবুল আলম সফিকুল ইসলামের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।