একদিকে চীনের সঙ্গে বিশাল মহড়ায় নামছে রাশিয়া। অন্যদিকে আমেরিকার সঙ্গে জোরদার সামরিক মহড়া শুরু করে দিল ভারত।
‘যুদ্ধ অভ্যাস ২০১৭’ নামের এই মহড়া শুরু হয়েছে আমেরিকা এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে। গত শনিবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী দু সপ্তাহ ধরে।আমেরিকা এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে হতে চলা মহড়ায় দুই দেশের সেনারা গেরিলা এবং জঙ্গি-বিরোধী অভিযান সংক্রান্ত কৌশলগত দক্ষতা বাড়ানোর ওপর অনুশীলন করবে বলে ভারতীয় সেনা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রসংঘে শান্তিবাহিনীতে কাজের ক্ষেত্রে সম্ভাব্য হুমকিকে সামনে রেখে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় মার্কিন সেনাবাহিনীর ২০ পদাতিক রেজিমেন্টের ৫ম পদাতিক ব্যাটালিয়ন এবং ভারতের গোর্খা রাইফেলসের সুর্য কমান্ড অংশ নিচ্ছে। খবর কলকাতা টুয়েন্টিফোর।