যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে প্রতি বছর প্রায় তিন হাজার মানুষ আত্মহত্যা করে, যার ৮০ শতাংশই নারী।
রবিবার রাজধানী কাবুলে আত্মহত্যা প্রতিরোধমূলক এক অনুষ্ঠানের আফগাস্তিানের স্বাধীন মানবাধিকার কমিশনের (এআইএইচআরসি) কমিশনার কুদরি ইয়াজদান এ তথ্য জানান।
খবর আনাদোলু নিউজ এজেন্সির।অনুষ্ঠানে আত্মহত্যার পেছনে বাল্য বিবাহ, সামাজিক রীতি-নীতি ও মানুষের হিংসা-বিদ্বেষমূলক মনোভাবকে দায়ী করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর আত্মহত্যার কারণে ৮ লাখ মানুষ মারা যায় এবং এর চেয়ে ২৫ গুণ বেশি মানুষ বিশ্বজুড়ে আত্মহত্যার চেষ্টা করে।