গাজীপুর: মফস্বলের সাংবাদিকদের সঙ্গে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের মত বিনিময় সভায় অধিকাংশ মিডিয়াকে আমন্ত্রন না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুরের সাংবাদিকেরা। ক্ষুব্ধ হয়ছেন খোদ চেয়ারম্যানও।
বুধবার দুপুরে গাজীপুর সার্কিট হাউসে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকের উপস্থিতি ছিল অনেক কম। তবে সরকার বিরোধী মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
পরস্পর সংবাদ পেয়ে সভায় উপস্থিত এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ এই ধরণের গুরুত্বপূর্ন সভায় সাংবাদিকদের আমন্ত্রন না জানানোর বিষয়ে জানতে চান।
এই সময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ গাজীপুর জেলার তথ্য অফিসার নাসিমা খাতুনের কাছে কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেককে জানানো হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ সাংবাদিকদের তিনি জানান নি।
এনটিভি, চ্যানেল আই, বাংলাভিশন, চ্যানেল টোয়েন্টিফোর, মোহনা টিভি ও বাংলানিউজ সহ অস্যখ্য প্রথম শ্রেনীর মিডিয়া কর্মীরা জানিয়েছেন, তারা কোন আমন্ত্রন বা সংবাদ পাননি।
এদিকে গাজীপুরের সাংবাদিকেরা জানান, গাজীপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারী বেশীরভাগ অনুষ্ঠান অদৃশ্য কারণে গোপন রাখা হয়। কাগজে কলমে অনুষ্ঠান দেখিয়ে সরকারী কাজে ফাঁকি দেয়া হয়। আর অনুষ্ঠানের নাম করে সরকারী অর্থ খরচের নামে আত্বসাৎ করা হয়।
এ বিষয়ে গাজীপুরের জেলা তথ্য অফিসার নাসিমা খাতুন জানান,আমন্ত্রন দেয়ার দায়িত্ব আমার উপর ছিল না। কার উপর ছিল জিজ্ঞেস করলে তিনি সদোত্তর দিতে পারেনি।