সিলভা দুই বছরের জন্য নিষিদ্ধ

Slider সারাবিশ্ব
সিলভা দুই বছরের জন্য নিষিদ্ধ


প্রথম শ্রেণীর ম্যাচে স্পিরিট নষ্ট করার দায়ে শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক অলরাউন্ডার চামারা সিলভাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। রবিবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এই ঘোষণা দেয়।

এসএলসি জানিয়েছে চলতি বছর জানুয়ারিতে পানাডুরা ক্রিকেট ক্লাব ও কালুতারা ফিজিক্যাল কালচার ক্লাবের মধ্যকার ম্যাচটিতে ফিক্সিংয়ের অভিযোগ উঠে। পরবর্তীতে ফিক্সিং নয় বরং ম্যাচের স্পিরিট নষ্ট করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের শাস্তি প্রদান করা হয়।

এসএলসি এক বিবৃবিতে জানিয়েছে, দুই দলের দুই অধিনায়ক চামার সিলভা। যিনি ২০১১ সাল পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে সব ধরনের ফর্মেটে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ও মনোজ দেশপ্রিয়কে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া অন্যান্য খেলোয়াড় ও দুই ক্লাবের দুই ম্যানেজারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ম্যাচটিতে তৃতীয় দিনে পানাডুরা অবিশ্বাস্য স্কোর করে ম্যাচটি জিতে নেয়। এটাকে এসএলসি ফিক্সিং বলতে রাজি নয়। দুই ক্লাবকে ৩ হাজার ৩০০ মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। ম্যাচটিকে বাতিল ঘোষণা করে পয়েন্ট টেবিলকে পুনরায় সাজানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *