শেরপুরে ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী জোছনা বেগমকে আটক করেছে সদর থানা পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশ একটি টিভিএস মোটরসাইকেলও জব্দ করে। আটককৃত জোছনা বেগম ওই এলাকার মিজান মিয়ার স্ত্রী।এ ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, ইয়াবার একটি বড় চালান বিক্রি হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চর ভাবনা এলাকায় জামালপুর-বকশিগঞ্জ ভায়া কামারেরচর সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ জোছনা বেগমকে (৩২) হাতেনাতে আটক করে। ওসি আরো বলেন, ইয়াবা বিক্রি করার জন্য জোসনা পাশ্ববর্তী জেলা জামালপুরের উদেশে মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলচালক মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়। জোসনা একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
