আমরা অনেকেই সাফল্যের পেছনে কিছু অদ্ভুত বিষয়ের ভূমিকা সম্বন্ধে জানি না। এসব বিষয়কে সাফল্যের সূত্র হিসেবে মনে করেন, এমন মানুষও কম নয়। এ ধরনের ১২টি বিষয় তুলে ধরা হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. জন্মের মাস
ব্যবসায় সাফল্যের ক্ষেত্রে উদ্যোক্তার জন্মের মাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আপনি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চে জন্মগ্রহণ করেন তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কানাডার প্রফেশনাল হকি খেলোয়াড়দের মাঝে বিষয়টি নিয়ে গবেষণায় এর সত্যতা পাওয়া গেছে। যার কারণ ১ জানুয়ারি থেকে কানাডার লিগ শুরু হয়। আর এতে বয়স গুরুত্বপূর্ণ বিষয়। যারা বছরের প্রথম দিকে জন্মগ্রহণ করে তারা এখানে বছরের শেষের দিকে জন্মগ্রহণকারীদের তুলনায় বয়সে কয়েক মাস হলেও বড় হয়। ফলে তাদের সাফল্যে এটি ভূমিকা রাখে।
২. আগে বা পরে জন্ম গুরুত্বপূর্ণ
গবেষণায় দেখা গেছে, পিতামাতার সন্তানের মধ্যে যারা প্রথমে জন্মগ্রহণ করে তারা বেশি সফল হয়। তারা যেমন শিক্ষায় সফল হয় তেমন ক্যারিয়ারের ক্ষেত্রেও সফল হয়। তাদের আয় বেশি হওয়ার প্রবণতা দেখা যায়।
অন্যদিকে মাঝখানে জন্মগ্রহণকারী সন্তানেরা টিমওয়ার্কে শক্তিশালী হয়। তারা দর-কষাকষিতেও সফল হয়।
ছোট সন্তান সাধারণত পরিবারের সবচেয়ে সৃজনশীল ব্যক্তি হয়।
পরিবারের একমাত্র সন্তান সাধারণত নিজের পায়ে দাঁড়াতে এবং সাফল্য অর্জন করতে সবচেয়ে পারদর্শী হয়।
৩. ব্যয়বহুল বনাম সস্তা স্কুল
পরিসংখ্যানে দেখা গেছে, ব্যয়বহুল স্কুলের শিক্ষার্থীরা যে সফল তা নয়। এক গবেষণায় দেখা গেছে, ব্যয়বহুল স্কুলের শিক্ষার্থীরা তাদের ধনী পরিবারের কারণে বাস্তব জীবনে কিছুটা সুবিধা পায়। কিন্তু শিক্ষা সাফল্যের দিক দিয়ে সস্তা স্কুল এগিয়ে থাকে।
৪. স্কুলের অংকের নম্বরেই আগামী দিনের বেতন
স্কুলে পড়ার সময় আপনি যদি কখনও অংকের দিকে মনোযোগ না দেন তাহলে বড় ভুল করবেন। কারণ গবেষণায় দেখা গেছে স্কুল জীবনে যারা অংকে ভালো, বড় হলে তাদের বেতনও বড় অংকের হয়।
৫. ছোটবেলায় খেলাধূলায় ভালো মানে পরবর্তীতে শিক্ষায় উন্নতি
যারা ছোটবেলায় খেলার টিমে সফলভাবে অংশগ্রহণ করে, তাদের পরবর্তী জীবনে তার প্রভাব দেখা যায়। তবে এ প্রভাব শুধু খেলাধূলায় নয়, তাতে পাওয়া যায় পড়াশোনাতেও সাফল্য। দেখা গেছে, যারা নিয়মিত শারীরিক অনুশীলন করে তাদের পড়াশোনাও ভালো হয়।
৬. সামরিক বাহিনীতে চাকরি নেতৃত্বের যোগ্যতা বাড়ায়
সামরিক বাহিনীতে চাকরি করে আসার পর অনেক ব্যক্তি যথেষ্ট নেতৃত্বের যোগ্যতা অর্জন করে। সেখানে ব্যবস্থাপনার বহু বিষয় শেখা যায়। ফলে পরবর্তীতে তাদের মধ্যে থেকে অনেকেই সত্যিকার নেতা হয়ে ওঠে।
৭. ভালো ঘুমে ভালো রেজাল্ট
ঘুমের ফলে মস্তিষ্কের স্মৃতিশক্তি ধারণ করার ক্ষমতা বাড়ে। আর যেসব ছাত্র-ছাত্রী ভালো ঘুমাতে পারে, তাদের ভালো রেজাল্ট করতে দেখা যায়।
৮. সকালে উঠলে ভালো ক্যারিয়ার
যেসব ব্যক্তির সকালে ওঠার অভ্যাস আছে তাদের পরবর্তী জীবনে ভালো ক্যারিয়ারের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাদের সাফল্যের পেছনে সকালে ওঠার অভ্যা ভূমিকা রাখে বলে জানা যায়।
৯. লম্বা মানুষের আয় বেশি
লম্বা মানুষ সাধারণত খাটোদের তুলনায় বেশি ভাগ্যবান হয়। এর অন্যতম কারণ চাকরির ক্ষেত্রে লম্বাদের নিয়োগকারী পছন্দ করে।
১০. সুন্দর মুখের জয়গান
অন্যদের তুলনায় আকর্ষণীয় ব্যক্তিদের জীবনে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। নিয়োগদাতারা তাদের নিয়োগ করতে বেশি পছন্দ করে।
১১. রসবোধ মানুষের কাছাকাছি নেয়
অপরিচিত মানুষের সঙ্গে সহজেই সম্পর্ক গড়ে তুলতে পারে রসবোধসম্পন্ন মানুষ। আর এ ধরনের মানুষ সহজেই সাফল্য পায়।
১২. ডাকনামের ব্যবহার বেতন বাড়ায়
ছয় মিলিয়ন মানুষের মাঝে এক সমীক্ষায় দেখা গেছে, যাদের অন্যরা ছোট একটি ডাকনামে ডাকে, তারা অন্যদের তুলনায় বেশি বেতন পায়। বড় নাম ব্যবহার অনেকের কাছে পছন্দনীয় হলেও তারা এক্ষেত্রে ছোট নামের তুলনায় কম সুবিধা পায়।
১. জন্মের মাস
ব্যবসায় সাফল্যের ক্ষেত্রে উদ্যোক্তার জন্মের মাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আপনি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চে জন্মগ্রহণ করেন তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কানাডার প্রফেশনাল হকি খেলোয়াড়দের মাঝে বিষয়টি নিয়ে গবেষণায় এর সত্যতা পাওয়া গেছে। যার কারণ ১ জানুয়ারি থেকে কানাডার লিগ শুরু হয়। আর এতে বয়স গুরুত্বপূর্ণ বিষয়। যারা বছরের প্রথম দিকে জন্মগ্রহণ করে তারা এখানে বছরের শেষের দিকে জন্মগ্রহণকারীদের তুলনায় বয়সে কয়েক মাস হলেও বড় হয়। ফলে তাদের সাফল্যে এটি ভূমিকা রাখে।
২. আগে বা পরে জন্ম গুরুত্বপূর্ণ
গবেষণায় দেখা গেছে, পিতামাতার সন্তানের মধ্যে যারা প্রথমে জন্মগ্রহণ করে তারা বেশি সফল হয়। তারা যেমন শিক্ষায় সফল হয় তেমন ক্যারিয়ারের ক্ষেত্রেও সফল হয়। তাদের আয় বেশি হওয়ার প্রবণতা দেখা যায়।
অন্যদিকে মাঝখানে জন্মগ্রহণকারী সন্তানেরা টিমওয়ার্কে শক্তিশালী হয়। তারা দর-কষাকষিতেও সফল হয়।
ছোট সন্তান সাধারণত পরিবারের সবচেয়ে সৃজনশীল ব্যক্তি হয়।
পরিবারের একমাত্র সন্তান সাধারণত নিজের পায়ে দাঁড়াতে এবং সাফল্য অর্জন করতে সবচেয়ে পারদর্শী হয়।
৩. ব্যয়বহুল বনাম সস্তা স্কুল
পরিসংখ্যানে দেখা গেছে, ব্যয়বহুল স্কুলের শিক্ষার্থীরা যে সফল তা নয়। এক গবেষণায় দেখা গেছে, ব্যয়বহুল স্কুলের শিক্ষার্থীরা তাদের ধনী পরিবারের কারণে বাস্তব জীবনে কিছুটা সুবিধা পায়। কিন্তু শিক্ষা সাফল্যের দিক দিয়ে সস্তা স্কুল এগিয়ে থাকে।
৪. স্কুলের অংকের নম্বরেই আগামী দিনের বেতন
স্কুলে পড়ার সময় আপনি যদি কখনও অংকের দিকে মনোযোগ না দেন তাহলে বড় ভুল করবেন। কারণ গবেষণায় দেখা গেছে স্কুল জীবনে যারা অংকে ভালো, বড় হলে তাদের বেতনও বড় অংকের হয়।
৫. ছোটবেলায় খেলাধূলায় ভালো মানে পরবর্তীতে শিক্ষায় উন্নতি
যারা ছোটবেলায় খেলার টিমে সফলভাবে অংশগ্রহণ করে, তাদের পরবর্তী জীবনে তার প্রভাব দেখা যায়। তবে এ প্রভাব শুধু খেলাধূলায় নয়, তাতে পাওয়া যায় পড়াশোনাতেও সাফল্য। দেখা গেছে, যারা নিয়মিত শারীরিক অনুশীলন করে তাদের পড়াশোনাও ভালো হয়।
৬. সামরিক বাহিনীতে চাকরি নেতৃত্বের যোগ্যতা বাড়ায়
সামরিক বাহিনীতে চাকরি করে আসার পর অনেক ব্যক্তি যথেষ্ট নেতৃত্বের যোগ্যতা অর্জন করে। সেখানে ব্যবস্থাপনার বহু বিষয় শেখা যায়। ফলে পরবর্তীতে তাদের মধ্যে থেকে অনেকেই সত্যিকার নেতা হয়ে ওঠে।
৭. ভালো ঘুমে ভালো রেজাল্ট
ঘুমের ফলে মস্তিষ্কের স্মৃতিশক্তি ধারণ করার ক্ষমতা বাড়ে। আর যেসব ছাত্র-ছাত্রী ভালো ঘুমাতে পারে, তাদের ভালো রেজাল্ট করতে দেখা যায়।
৮. সকালে উঠলে ভালো ক্যারিয়ার
যেসব ব্যক্তির সকালে ওঠার অভ্যাস আছে তাদের পরবর্তী জীবনে ভালো ক্যারিয়ারের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাদের সাফল্যের পেছনে সকালে ওঠার অভ্যা ভূমিকা রাখে বলে জানা যায়।
৯. লম্বা মানুষের আয় বেশি
লম্বা মানুষ সাধারণত খাটোদের তুলনায় বেশি ভাগ্যবান হয়। এর অন্যতম কারণ চাকরির ক্ষেত্রে লম্বাদের নিয়োগকারী পছন্দ করে।
১০. সুন্দর মুখের জয়গান
অন্যদের তুলনায় আকর্ষণীয় ব্যক্তিদের জীবনে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। নিয়োগদাতারা তাদের নিয়োগ করতে বেশি পছন্দ করে।
১১. রসবোধ মানুষের কাছাকাছি নেয়
অপরিচিত মানুষের সঙ্গে সহজেই সম্পর্ক গড়ে তুলতে পারে রসবোধসম্পন্ন মানুষ। আর এ ধরনের মানুষ সহজেই সাফল্য পায়।
১২. ডাকনামের ব্যবহার বেতন বাড়ায়
ছয় মিলিয়ন মানুষের মাঝে এক সমীক্ষায় দেখা গেছে, যাদের অন্যরা ছোট একটি ডাকনামে ডাকে, তারা অন্যদের তুলনায় বেশি বেতন পায়। বড় নাম ব্যবহার অনেকের কাছে পছন্দনীয় হলেও তারা এক্ষেত্রে ছোট নামের তুলনায় কম সুবিধা পায়।