মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়নের প্রতিবাদে রোডমার্চের ঘোষণা দিয়েছে হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ। আগামী ২১ সেপ্টেম্বর সিলেট থেকে এ রোডমার্চ শুরু হবে।
হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে ২২ সেপ্টেম্বর বিকাল ৩টায় টেকনাফ গিয়ে পৌঁছবে এ রোডমার্চ। পরে সেখানে আয়োজিত সমাবেশে রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি সমস্যা সমাধানের দাবি তোলা হবে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শাহীনুর পাশা চৌধুরী লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।