নোয়াখালীর সেনবাগ উপজেলার তিনপুকুরিয়া নামক স্থানে ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ১০ টায়। আহতদেরকে সেনবাগ স্বাস্থ কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেনবাগ থানার ওসি হারুন-উর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লক্ষ্মীপুর থেকে একটি যাত্রীবাহী বাস চিটাগাং যাওয়ার পথে এবং চট্টগ্রাম থেকে আরেকটি যাত্রীবাহী বাস নোয়াখালী আসার পথে সেনবাগের তিন পুকুরিয়া স্থানে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন নিহত পরে আরও দুই জন মারা যান। এই নিয়ে ৩ জন নিহত হয় এবং আহত হয়েছে অন্তত ১৫ জন। পুলিশ ঘটনার স্থলে রয়েছে।