বিশ্বের সবচেয়ে বিরল প্রজাতির পাখিগুলোর একটি নিশাচর তোতাপাখি। কিন্তু এক শতাব্দীরও বেশি সময় ধরে এ পাখিটি কারও চোখে পড়েনি।
তাই আশঙ্কা করা হয়েছিল নিশাচর তোতাপাখি বিলুপ্তই হয়ে গেছে।২০১৩ সালে প্রথমবারের কুইন্সল্যান্ডে পরিবেশ কর্মী জন ইয়ংয়ের ক্যামেরায় একটি তোতাপাখি ধরা পড়ে। দক্ষিণ অস্ট্রেলিয়ার লেক আয়ারের কাছে তারা একটি পালকও খুঁজে পান। এ থেকে তারা ধারণা করেন, দুর্গম এলাকায় এখনো আছে এই পাখি।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম পালকটি পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছে, সেটি নিশাচর তোতাপাখিরই। এটা এখন নিশ্চিত যে, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে এখনো আছে নিশাচর তোতা পাখি। সূত্র : বিবিসি