জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তান সীমান্তে বাড়তি নজর দিচ্ছে পাকিস্তান। আর তারই জের ধরে আফগানিস্তান সীমান্তে যৌথ টহল ব্যবস্থা চালু করতে সম্মত রয়েছে ইসলামাবাদ।
এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি।এ ব্যাপারে রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, পাক-আফগান অভিন্ন সীমান্তে যৌথ টহল চালু করতে এবং যৌথ নিরাপত্তা ঘাঁটি তৈরি করতে সম্মত রয়েছে পাকিস্তান। এছাড়া, অভিন্ন সীমান্তের পাকিস্তানের দিকে কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি আফগানিস্তানকেও একই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শাহিদ খাকান আব্বাসি।
অন্যদিকে, পাকিস্তান জঙ্গিদের পুষছে বলে কয়েকদিন আগে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এমন মন্তব্যকেও পরিষ্কার ভাষায় নাকচ করে দেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান সরকার সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। আগামী দিনেও লড়বে।