পুলিশি বাধার মুখে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে ত্রাণবাহী ২২টি ট্রাক বের হতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির প্রতিনিধি দলের আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের পর প্রতিনিধি দলের সদস্যরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলেও তাদের বাধা দেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি জানান, পুলিশ তাদের কক্সবাজার বিএনপির জেলা কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে। তাদের হোটেলেও যেতে দেয়া হচ্ছে না।
এর আগে রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছে। প্রতিনিধিদলে আরও রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।