মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতার মুখে পড়ে ২৫ আগস্ট থেকে ৩ লাখ ৭৯ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র সোসেফ ত্রিপুরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডনের।
এর আগে, সোমবার শরণার্থী সংস্থাটির পক্ষ থেকে সর্বশেষ সহিংসতায় ৩ লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানানো হয়। পরদিন মঙ্গলবার আরও ৫৭ হাজার রোহিঙ্গার প্রবেশ কথা জানায় সংস্থাটি। সব মিলিয়ে ২৫ আগস্টের পর থেকে ৩ লাখ ৭৯ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। এতে কয়েকশ’ রোহিঙ্গা নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে হত্যা ও নির্যাতনের হাত থেকে জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্তে শুরু হয় রোহিঙ্গা শরণার্থীদের স্রোত।