ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আজ সংসদে আলোচনা

Slider জাতীয়

82792_ssss

 

 

 

 

 

 

সংবিধানের ষোড়শ সংশোধনীর বাতিলের রায় নিয়ে আজ সংসদে আলোচনায় বসছেন এমপিরা। আজ বুধবার সংসদের কার্যসূচিতে বিষয়টি আলোচনার জন্য রাখা হয়েছে। বিকাল ৫টায় সংসদ অধিবেশন শুরু হবে। কার্যসূচিতে দেখা গেছে, প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এরপর জরুরি জনগুরুত্ব নোটিশের নিষ্পত্তি ও আইন প্রণয়ন শেষে এমপি বাদলের নোটিশটি উত্থাপন করে সাধারণ আলোচনা হবে। এর আগে জাসদের এমপি মঈন উদ্দীন খান বাদল সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দেন। প্রস্তাবে এমপি মঈন উদ্দিন খান বাদল বলেছেন, ‘সংসদের অভিমত এই যে, সংবিধানের ষোড়শ সংশোধনী ‘অসাংবিধানিক’ ঘোষণা করে আপিল বিভাগের দেয়া রায় বাতিল এবং রায়ে জাতীয় সংসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির দেয়া অসাংবিধানিক, আপত্তিকর ও অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাতিল করার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক।’ উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকার ও সরকারদলীয় মন্ত্রী, এমপিরা প্রধান বিচারপতি এসকে সিনহার সমালোচনা করেন। তারা রায়ের পর্যবেক্ষণের বেশ কয়েকটি বিষয়ে নিয়ে দ্বিমত পোষণ করেন। এ ইস্যুতে প্রধান বিচারপতির পদত্যাগও দাবি করেছেন কেউ কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *