মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতার মুখে পড়ে এখন পর্যন্ত পৌনে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। এদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু।
এসব নারীদের মধ্যে অনেকে আবার গর্ভবতী। সেই সব নারীরা এখন খোলা আকাশের নিচে সন্তানের জন্ম দিচ্ছেন। ঘটনাক্রমে গতকাল সোমবার বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরায় ধরে পড়ে এমনই প্রতিকূল পরিবেশ জন্ম নেওয়া দুই শিশুর ভূমিষ্ঠ হওয়ার দৃশ্য।