শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের শততম টেস্টের দলে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজেও ছিলেন না।
তবে এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দুই টেস্টের দলে ঢুকেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার ফেরানোর কারণ হিসেবে নির্বাচকরা অতীতে তার বাউন্সি উইকেটে ভালো খেলার রেকর্ড সামনে আনছেন।অতীতে ফিরে গেলে দেখা যায় বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্বকাপ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে যথেষ্ট সক্ষমতার পরিচয় দেন মাহমুদুল্লাহ।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন, ‘তাকে (মাহমুদুল্লাহ) নেয়াটা ব্যক্তিগতভাবে আমার সিদ্ধান্ত। কারণ সে বাউন্সি উইকেটে ভালো খেলে। ইংল্যান্ডেও সে ভালো খেলেছে। বর্তমানে সে যেভাবে ব্যাটিং করে, তাতে তার ভালো করার ব্যাপারে আমি আশাবাদী। ’