মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। ওয়াসাকা রাজ্যে নতুন করে ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করায় এ সংখ্যা বাড়লো।
রবিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ভূমিকম্পে প্রাণ হারানো ৯০ জনের মধ্যে ৭১ জন ওয়াসাকা, ১৫ জন চিয়াপাস ও চারজন তাবাসকো রাজ্যের বাসিন্দা। ’
উল্লেখ্য, মেক্সিকোর ভূ-কম্পন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে আঘাত হানা এ ভূমিকম্পের রিখাটার স্কেলে তীব্রতা ছিল ৮.২। এদিকে এই ভূমিকম্পের পর মেক্সিকো এবং আরও কিছু দেশের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ভূমিকম্পের পর তিন মিটার উঁচু পর্যন্ত সামূদ্রিক ঢেউ আঘাত হানতে পারে।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলেছে, এই ভূমিকম্পের প্রভাবে সমূদ্রের স্বাভাবিক জোয়ারের চাইতে তিন মিটার উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। মেক্সিকোর চিয়াপাস রাজ্যে সুনামির আশঙ্কায় লোকজনকে উপকূল থেকে সরিয়ে নেয়া হচ্ছে।