মিয়ানমার সরকারকে চাপ দিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ১৫৭ এমপির চিঠি

Slider সারাবিশ্ব
মিয়ানমার সরকারকে চাপ দিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ১৫৭ এমপির চিঠি


মিয়ানমারের আরকান রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যা বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে। এর প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে।

এবার ব্রিটিশ এমপিরাও প্রতিবাদী হলেন। রোহিঙ্গা নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারকে চাপে রাখতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে চিঠি দিয়েছেন দেশটির ১৫৭ এমপি। একইসঙ্গে তারা মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেয়া স্থগিত করতে আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি রুশনারা আলীর নেতৃত্বে এ চিঠি দেওয়া হয়। চিঠিতে এমপিরা মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হলাইংকে চাপ প্রয়োগ করতে পদক্ষেপ গ্রহণের জন্য জনসনের প্রতি আহ্বান জানান। এর আগে গত সপ্তাহে এক বিবৃতিতে বরিস জনসন সু চিকে তার পদ ব্যবহার করে রোহিঙ্গা নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *