লালমনিরহাটে একদিনের বেতনে ত্রাণ দিলেন পুলিশ।

Slider গ্রাম বাংলা

Lalmonirhat Pic 1

 

লালমনিহাট প্রতিনিধি;

লালমনিরহাটে একদিনের বেতন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের উদ্যাগে লালমনিরহাটের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেছে জেলা পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কালীগঞ্জের  করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রাণসাম্রগী বিতরন করা হয়। এতে পুলিশ সুপার এসএম রশিদুল হক উপস্থিত থেকে বন্যার্ত ১ পরিবারের হাতে শুকনো খাবার হিসেবে ত্রাণের পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি সুজি, আধা কেজি চিড়া ও দুটি খাবার স্যালাইন, কাপড়সহ অন্যান্য ত্রাণসামগ্রী তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন,  লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেল) সহিদ সৌহরাওয়াদী, কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, লালমিনরহাট জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মিজানুর রহমান,তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম, করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মনিরুজ্জামান কাঞ্চন, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা প্রমুখ।
দুর্সময়ে বন্যার্তদের পাশে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় বন্যার্তরা পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন বন্যার্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *