মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের প্রত্যেক নাগরিককে রক্ষায় সরকার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছে বলে দাবি করেছেন দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি।
ইয়াংগুনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চলাকালে বৃহস্পতিবার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
সম্প্রতি রাখাইনে পুলিশ চেকপোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে সামরিক বাহিনী। বহু হতাহতের ঘটনা ঘটে। এছাড়া তারা দেশ ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এই পর্যায়ে বহু পানিতে ডুবে বহু রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এতে বিশ্ব সম্প্রদায়েরর প্রশ্নের মুখে পড়া শান্তিতে নোবেলজয়ী দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচি এ বিষয়ে মুখ খুললেন।
সুচি বলেন, “যারা আমাদের দেশে আছে তাদের প্রত্যেকের দেখভাল আমাদের করতে হবে, তারা আমাদের নাগরিক হোক বা নাই হোক। ”