
এছাড়া ভবিষ্যতে যেন এ ধরণের কোনো সমস্যায় পড়তে না হয় তার ওপরেই সরকার জোর দিবে বলেও জানান প্রতিমন্ত্রী।
বিপু বলেন, গ্রিড় লাইনগুলোকে উন্নত করতে আধুনিকীকরণ ও ডিজিটালাইজড করা হবে।
এর আগে অনুষ্ঠানে ভবিষ্যতে বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে জাইকার সঙ্গে এক মহা-পরিকল্পনার কথা জানান তিনি।
তিনি আরো বলেন, জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিয়ে মহা পরিকল্পনা প্রণয়নে জাপানের প্রতিষ্ঠান-জাইকার সঙ্গে কাজ করছে সরকার।
এসময় জাইকার প্রতিনিধিদলও এ মহা-পরিকল্পনার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।